আমি এক
উদাসীন সমভূমি।
আমার একপাশে বিশাল
মৌন যোগীর মত হিমশৈল।
অন্যপাশে অশান্ত উচ্ছল
চির যৌবনে ভরপুর নীল সমুদ্র।
ওরা আমাকে ডাকে.....


যোগীর আসনে আসীন
নিদ্রিত নয়ন, মুখে প্রশান্তি।
আমাকে আকর্ষণ করে,
মহত্ত্বের সন্ধান দিতে চায়...
ইচ্ছে করে প্রাণ ভরে
অনুভব করতে সেই
নীরব ভালোবাসা।


চোখ ফেরাবো না ভাবি, তবু
চোখ ফিরে যায়__
প্রবল গর্জনে উত্তাল,
উদ্দাম সমুদ্র আমায়
হাতছানি দিয়ে ডাকে__
'এসো উচ্ছল হও, আনন্দ করো,
নাও জীবনের স্বাদ।'


আমি হাসি, আমি উদাসীন।
হয়ত একদিন প্রবল ভূমিকম্পে
বিশাল পাহাড় ভেঙে পড়বে
আমার বুকে...
নতুবা করাল জলরাজি
ফুঁসে উঠে গ্রাস করবে আমাকে।


দুই প্রেমের হবে মুক্তি..
আমি হেরে যাব।