মনের মতো মন খারাপ
সাজিয়ে রেখো জানলাতে।
ছোট্ট টবে, ছোট্ট চারা,
একটু জল দিও তাতে।
যখন আমি থাকব না আর
তোমার মনের সেই প্রাতে!


অনেক দূরের মেঘ পাহাড়
জমবে তোমার মনটাতে।
বৃষ্টি চেয়ে একটু ভিজো
ছুঁইয়ে রেখো চোখটাতে।
তখন আমি অন্য কোথাও
বালিশ ভেজাই মাঝরাতে!


প্রদীপ যখন উঠবে জ্বলে
শঙ্খ ছোঁবে ঠোঁটটাতে,
শুকতারাটা ছড়িয়ে আলো
আনবে সুখ আঁখিপাতে।
দেখো তখন থাকবো আমি
সবার মাঝেই সাঁঝরাতে!