বৃষ্টি সরিয়ে একগাল হেসে
শরৎ এসে গেল আমার জানালায় ...
অতীত উঠোনে হলুদ শাড়ীতে
বেশ দেখাচ্ছে শিউলিকে...
রাত পোহালেই টুপ টুপ ফুলের
আঁচল বিছিয়ে দেয়
গাছ তলায়।


এখন আর কোঁচড় ভর্তি করে
শিউলি কুড়োই না।
তবু গন্ধ মাখি চোখ বুজে,
আমার বারান্দায়।


বৃষ্টি ভেজা ছেঁড়া রোদ যখন
আমার চোখ ছুঁয়ে যায়__
সামনের উঁচু  বাড়িগুলো মুছে দিয়ে
আমি একটা নদী দেখি।


নদীর ধারে কাশের বন...
নদীর ওপারে সেই রেলপথ...
কাশবন পেরিয়ে, হাত ধরাধরি করে
অপু দুর্গা ছুটছে ছুটছে ছুটছে...


ছুটতে ছুটতে শরৎ এসে পড়ল
আমার শিউলি গন্ধ মাখা
অন্দরমহলে!