এই যে তুমি__
এতো কথা বলো __
সুখ দুঃখের কথা.
প্রেমের কথাও...
সত্যি কী সব!


এই যে আমি__
কবিতার প্রেমে ভাসি,
পড়ি এবং লিখিও...
কলম থামে না __
কবিতা হয় কি সব?


এই যে তুমি__
আমার কবিতা পড়ো,
আহ্লাদিত হও,
ছাই পাঁশ হলেও...
সত্যি কি বোঝো সব?


এই যে আমি __
তোমার কথা শুনি...
বিশ্বাস করতে চাই.
মোমের মতো গলে যাই!
সত্যি কী  সব!


এই যে তুমি __
প্রেমে গদোগদো হয়ে
বলো, "ভালবাসি"!
কিছু ফাঁক থাকে না কী!
মনে হয় সত্যিই সব!


এই যে আমি __
সব বুঝেও বুঝি না!
ভালবাসি, বিয়ে করি...
সংসার ড্যাং ড্যাং চলে!
সঙের মতো নয় কি?


এই যে তুমি __
শেষ বয়সে এসে,
অবলম্বন খোঁজ করো!
অভিনয়ে বেঁচে থাকো!
সেটাই কী সত্য?


এই যে আমি __
বিছানায় শুয়ে
পূর্ণিমার চাঁদ দেখি।
তুমি দ্যাখো আমারে!
আমি দেখি তোমারে!


সত্য সুন্দর হয়...
থাকে যদি অভিনয়!