শ্যাওলা বুকে ফড়িং নাচে
পদ্ম দীঘির কোলে ।
সাঁঝ বেলাতে শুকনো ডালে
শ্যামলা ফিঙে ঝোলে।
দৃশ্যটি বেশ কাব্য কথার বোলে!


পিদিম হাতে গাঁয়ের বধূ
তুলসীতলায় যায়।
হাওয়ার তালে দীপের কাঁপন
হাতটি সামলায়।
আহা, বধূর মুখটি  রাঙা হয়।।


কোকিল ডিমে কাকটি ভুলে
দিচ্ছে যখন তা',
আদর ছেড়ে কাকটি তারে
বলছে কী যা তা?
এই তো পরম স্নেহের বারতা!


আকাশ নীলে সূর্য এসে
দেখছে ভেসে ভেসে...
চাষের মাঠে ধানের শীষে
শিশির বিন্দু হাসে!
কৃষক মজুর থাক্ অন্ন সুবাসে।


চাষী-বৌ নিকোয় উঠোন
নবাণ্ণের উৎসবে ।
এমন ছবিই সত্যি থাকুক,
কবি বসে ভাবে।
দারিদ্র মুছে সুখে বাঁচুক সবে।