দিনের আলো কখন নেভে
      কখন সূর্য ডোবে ।
এই কথাটা ভাবতে গিয়ে
       চাঁদ উঠলো তবে।
সূর্য ডুবেও রাখলো চাঁদে
      তার আলোর ছটা।
পূর্ণ চাঁদের রূপের আলো
     রাত কপাল-ফোঁটা।


গোটা দুনিয়ায় এটা রীতি
    একে অন্যের দোস্ত।
কেউ চন্দ্র কেউ সূর্য হলে
     সুখ আসবে চোস্ত।
কেউ রাতের কেউ দিনের
      সবাই আকাশের।
মিলে মিশেই থাকার ছবি
       বিশ্ব সংসারের।