শিকড়ে শিকড়ে দুই মন
এসেছিল কাছাকাছি,
ভাগ করে নিতে
অনেক কথা, অনেক ব্যথা।
দখিনা বাতাসে, বর্ষায়, শীতে
সময় মানতো না
শিকড়ের আলাপন!


তারপর...
হারিয়ে গেল ওরা অন্য মনে!
ফুলে ফলে শাখা প্রশাখায়
যে যার মতো....


একদিন...
ধকল সইতে না পেরে এক মন
শীর্ণ হতে শীর্ণতর হ'ল।
শিকড়ের বন্ধন হ'ল আলগা!!
হারিয়ে যেতে বসলো
প্রাণের সাড়া।
অপার্থিব এক ডাকে
সাড়া দিতে মন চায় আজ...


তবু খুব ইচ্ছে হলো একবার
প্রিয়জনের সান্নিধ্য পেতে,
শাখায় শাখায় করতে করমর্দন,
শেষ বারের মতো!


ক্লান্ত আধবোজা চোখে
কিছুই ঠাওর হয় না।
শীর্ণ শাখা পায় না ফিরে,
ফেলে আসা স্পর্শ!


ততক্ষণে দুই মনের মাঝখানে
উঠেছে এক মস্ত পাঁচিল!