ভরা চাঁদ জোছনায়
নিশি-মন ঝলসায়!
মধুময় এই রাত,
চুপিচুপি কথা কয়!


আজ রাত-জলসায়
শুকতারা গান গায়।
ধ্রুবতারা একভাবে
সবকিছু দেখে ঠায়!


সুখে ভরা মৃদু বায়
ফুলদলে দোলা দেয়।
বাঁধভাঙা চাঁদ-হাসি
আঁখি জলে উপচায়!


বাসা বাঁধে মনে ভয়,
সুখ বুঝি চলে যায়!
রাতজাগা পাখি ডাকে
বিরহের জানালায় ।