এই সবে
এক পশলা বৃষ্টি হয়ে গেল।
জানলাটা খুলে দিলাম।
ঝলক বুকে ঠান্ডা বাতাস
হুড়মুড়িয়ে ঢুকলো বদ্ধ ঘরে!


এখনো
গাছের পাতা থেকে চুঁয়ে পড়া
ফোঁটা ফোঁটা জলের শব্দ
আমার বুকে জমে থাকা
কান্নার মতো।


হালকা মেঘ
এখনও বৃষ্টির নেশার ঘোরে।
কোথাও ছাই কালোর বুকে
পর্দানসীন বৃষ্টি
ঝরতে গিয়েও ঝরে না।


এক পশলা
বৃষ্টি তবুও অপেক্ষায় থাকে
সাদা মেঘের ওড়না ফাঁকে
টুকরো নীলের খোঁজে!
এ যে ভাদ্রের ভদ্রতা!!!!


এভাবেই
সুখ খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে
রোদ্দুর আর বৃষ্টির আকাশ!
আমার বদ্ধ মনের
জানালা খুলে দিই আনমনে।