দিশেহারা মন ছোটে আনমনে ।
বাঁধভাঙা জলে খোঁজা আনজনে!
মাঝে মাঝে ভুল হয়ে যায় কাজে!
দুরন্ত দুটি মন ব্যথায় বাজে।
ভাটা তবু স্থির সুখের বিশ্বাসে।
দগ্ধিত মন উজান স্রোতে ভাসে ।
অবিচল আসন থাকে সম্ভ্রমে,
নদী ছুটে চলে সাগর সঙ্গমে।


আসন যুদ্ধে জেতার নেই মোহ।
উচাটন মন ফিরে পায় গেহ।
শুকশারি কথা কেহ নাহি বোঝে।
শান্তি ফেরে বুঝি আলাপন মাঝে।