আশ্চর্য এক সন্ধ্যায় __
তুমি এসেছিলে গানের ওপারে!
এক আচ্ছন্নতায়
আমি চোখ মেলেছিলাম।
সুরে সুরে ভরে গেলাম আমি।


চাঁদ ছিল না সেদিন আকাশে ।
তবু সোনাঝরা হয়েছিল  সন্ধ্যা।
হাজার তারার আলো
ছড়িয়ে পড়েছিল গানে গানে...
তুমি দাঁড়িয়েছিলে দীপ্ত!


সুরের ডিঙি বেয়ে আবছায়ায়
পৌঁছে গেলে আমার মনে।
সেই আশ্চর্য সন্ধ্যা
মুখরিত হলো নীরব আলাপে,
তারার আলোয়।