মনকে বাতাসে উড়িয়ে
আকাশের যত কাছে যাই
আকাশ সরে যায়
দূরে ;আরও অনেক দূরে।


রাতের অন্ধকারে
তারারা হাসে, বিদ্রুপ করে।
আকাশ ছোঁয়া
এতোই কি সোজা!
স্বপ্নেও সে কাছে আসে না।


লক্ষ লক্ষ তারার স্থান
যে আকাশে __
আমি কেন ছুঁতে পারি না
সেই আকাশ!
এক শূন্যতায় আচ্ছন্ন হই।


এতো তারার ভীড়!
তবু কী ভীষণ এক নীরবতা!
আমার ব্যথা সেই শূন্যতায়
কেবলই ঘুরপাক খায় ।