স্কুলের গণ্ডি পেরোয় না,
জেগে ওঠে প্রতিবাদী চেতনা।
রাজনীতির ঝড় ওঠে
নীরবে...! মনের কন্দরে!
চাই চাই, কেড়ে নেওয়া চাই,
বেঁচে থাকার সম্মান!


রক্ত ঝরে ঝরুক...
শিক্ষালয়কে করো সূতিকা গৃহ!
জন্ম হোক প্রতিবাদী মনের।
বুড়ো নীতি বদলে ফেলো,
ধ্বনিত হোক
পালাবদলের গান।


কানে মন্ত্র ছিল,
সামলাতে হবে এ তরী...


খাঁ খাঁ দুপুরে বাতাসে বাতাসে
স্কুলে স্কুলে রটে গেল
নামী স্কুলের সেরা ছাত্র গ্রেফতার।
দিগ্বিদিক শূন্য কিশোরী মন!!
তবে কি "সে"?
যে দিয়েছিল হাতেখড়ি,
দেশ চেনার!!
আড়ালে জেগে উঠেছিল প্রেম!


প্রেমের বদলে এই মুহূর্তে
হৃৎপিণ্ডে চলকে উঠলো
এক ঝলক রক্ত!
মুষ্ঠিবদ্ধ হলো হাত...
চোখের জল মুছে
প্রেম নামলো রাজপথে।


বন্দী জানলো না।
জানবেও না কোনোদিন,
শুরু হয়ে গেছে
প্রতিবাদ!