বহুদিন দেখা হয়নি তোমার আমার।
দীনের কুটিরে কতবারই তো এসেছো!
প্রথম বৃষ্টির সোঁদা গন্ধে  ভরিয়ে
রেখেছিলে আমার মন!
আজ ব্রাত্য হলাম না কি!


কেন যে অভিমানে চোখে জল আসে!
তুমি তো অহঙ্কারী নও!
হয়তো আমার কোনও ত্রুটি!


একদিন তুমি প্রশ্ন করেছিলে,
'' তুমি আমার কে? "
উত্তর ছিল না আমার কাছে।
জিজ্ঞাসু চোখে তোমার চোখে তাকিয়ে ছিলাম
ঐ একই প্রশ্ন নিয়ে।
সত্যি কি আমরা কেউ কারো নয়?
বন্ধনের অর্থ খুঁজি...


পদ্ম পাতায় সবুজ শিশিরের শব্দে,
নীল পাইনের বনে ঘন কুয়াশায়
তোমাকে খুঁজি আজও।
বার বার দেখা স্বপ্নটা দেখতে চাই।


রামধনুর রঙ চুরি করে একবার
নিখুঁত আঁকতে চাই তোমাকে!