'চলবে না, চলবে না...'
প্রতিবাদী হয়ে উঠলো শব্দের দল।
'আমাদের নিয়ে ছেলেখেলা? __
মানবো না আর..'


আমি দু'হাত তুলে,
থামাবার চেষ্টা করলাম,
অসংলগ্ন আবেগী শব্দে!
আমার 'আবেগ'ওদের
নাড়া দিলো না।


আরো বেশি সোচ্চার হয়ে উঠলো।


আমার কুশপুত্তলিকা পুড়লো
আমারই চোখের সামনে।


আমি নির্বিকার।
ওদের বক্তব্যই সঠিক।
সত্যিই পারিনি আমি,
শৃঙ্খলিত ছন্দে আনতে, ওদের।
হয়ত ব্যাকরণও মানিনি কোথাও কোথাও!
আবেগ ছেড়ে, কঠোর বাস্তবের
মুখোমুখি হতে চায় ওরা।


স্বপ্ন ভেঙে চোখ খুলে দেখি __
একটা কবিতাও,
কবিতা হয়ে ওঠেনি আমার!!


*** আজ আন্তর্জাতিক কবিতা দিবসে,
আমার ক্ষুদ্র প্রয়াস।