শহর ঘুমিয়ে পড়ে যখন
ল্যাম্পপোস্টের আলো জাগে।
সাথে জাগে পথ।
শহরের চোখে তখন
হাজার রঙিন রাংতা স্বপ্ন...
পথ পাহারা দেয়...
রাস্তায় কুকুরেরা গলা উঁচু করে
ডেকে চলে অকারণে।


কাঁচের গ্লাস ভাঙ্গার শব্দে
রাতের রেস্তোরাঁ বলে
এখনও জঙ্গল আছে শহরে!
শ্বাপদ সঙ্কুল জঙ্গল!
ভোরের আলো ফুটলে
কোথাও কোথাও পড়ে থাকে
হিংসার ছাপ।
তবু শহর বাঁচে বুকে স্বপ্ন নিয়ে।


সকাল হলে
ল্যাম্পপোস্টের নরম আলো
নিভে যায়।
পথ জেগে ওঠে কর্মব্যস্ততায়
পথ চলার আনন্দে!
শহর সুসকাল দেখে রোজ।
সূর্যোদয়ের ছবি মেখে
শহর বাঁচে মরে প্রতিটি দিনই।