শিউলি ফিরল অনেক দিন পর ;
হাতে একটা পারিজাত পাতা।
বলল, 'এই নে তোর স্বর্গ' ।
বলেই খিলখিল করে হাসি...
'ও' হাসলে শরৎ আসে ;
ঝরঝর করে ঝরে পড়ে হাজার শিউলি ফুল।
এও যেন এক স্বর্গ দর্শন!!


মনে পড়ে গেল _
একবার আমি দেখতে চেয়েছিলাম
ওর গ্রামের বাড়ির স্বর্গ...
যেখানে পারিজাত ফোটে।


ফুল পায়নি, তাই পাতা!
বুকে আঁকড়ে ধরলাম 'বৃন্তচ্যূত পত্রখানি'!
চোখ বুজে গেল!
কল্পনায় পৌঁছে গেলাম স্বর্গে!
সুবাস নিলাম প্রাণ ভরে!


সময় অথবা অসময় কি না জানি না __
শিউলি চলে গেল...
আর ঝরে পড়ল না আমার বুকের চাতালে...
আর হাসল না!


বহুদিন পর আজ গুগলে খুঁজতে গিয়ে চোখ আটকে গেলো ছাপার অক্ষরে!
বিস্মিত আমি...


শিউলির আর এক নাম "পারিজাত"!
স্বর্গের ফুল!!!