আশ্বিনের ভোরে
নবারুণের চিলতে হাসি
জানলা বেয়ে এলো আমার ঘরে।
পুজো পুজো গন্ধে
ছোট্ট উদাস ঘরটি গেলো ভরে!
মনের মধ্যে উঠলো বেজে
আগমনীর সুর।
শিউলি তলায় গেলাম এক ছুটে।
দেখি শিশির ভেজা ঘাসে
শিউলি রাশি রাশি ___
ছড়িয়ে দিলো স্নিগ্ধ সফেদ হাসি।
দেখে স্বর্গের "পারিজাত"
মনটা আমার হারিয়ে গেল দূরে _
আগমনীর সুরে।।