গ্রীষ্মের দুপুর __
এমনিতেই অন্যরকম!
প্রখর রোদে
চোখ শান্তির সবুজ চায়!
সবুজের ছায়া খোঁজে
ক্লান্ত পাখীরাও ।
নীরবে থাকে না অবশ্য...
নীচু স্বরে
যে যার সুরে কলকলায়,
গান গায়, কথা বলে।
বড্ড মিষ্টি সেই কলরব!!
আমেজে মত্ত হই।
হঠাৎ __
দুটি মিষ্টি বুলবুলির
গা ফুলিয়ে
উচ্চস্বরে ডাকাডাকি...
সঙ্গে সঙ্গে কাঠবিড়ালীর
কুটুর কুটুর সতর্কবাণী!
নিশ্চয়ই গাছের নীচে
হুলোটার আগমন!
তাই পাখীদের শোরগোল!
কোথা থেকে
একটা ডাহুক ভয় পেয়ে
আম গাছের মগডালে!
শত্রুর হাত থেকে বুঝি
পেতে রেহাই
প্রকৃতিতে তালাবন্ধ লড়াই!
সব জাতের পাখি কী
এক জোট হলো তাই???