চোখ আছে তিনটি
তবু সে তালকানা..
ধুপ করে কখন পড়ে
নিজেই জানে না!!


সঙ্গীতে তাল জ্ঞান
টনটনে থাকা চাই!
জীবনটা তাল কাটা,
যেন না হয়, ভাই!


তিল থেকে তাল হয়
যদি কেউ কপচায়!
তালে তাল দিয়ো না,
বে-ফাঁস কথাটায়!


'তাল' নিয়ে এতকথা
বললাম প্রাণ খুলে!
তালের বড়া খেয়েই
নন্দ নাচে হাত তুলে!