তুই যে আমার প্রথম বৃষ্টি,
পাগল করা ভালবাসায় ভরা।
এলোচুলে সোঁদা গন্ধ মেখে,
আমার বুকে ঝাঁপাস।
তবু, সূর্য যখন ওঠে,
আমার বুক খালি করে,
কেন যে তুই পালাস!


তুই যে আমার নদী...
প্রণয় সুখে তোর বুকে
ভাসতে ভালোবাসি ।
তবুও তুই সাগর প্রেমে আকুল ।
ছুটে চলিস মোহনাতে,
ভেঙে আমার দুকূল।


তুই আমার চাঁদনি রাত....
মিষ্টি মধুর আলো।
জোনাক-আলো লজ্জা পায়,
বাসিস যখন ভালো।
তুই ই তো হারিয়ে যাস,
থাকিস না তো সাথে।
একলা রেখে অন্ধকারে,
অমাবস্যার রাতে।


তুই যে আমার মোহিনী,
কত যে রূপে আসিস!
আমায় ভালবাসিস।
পরশটুকু রেখে দিয়ে,
স্মৃতি হয়ে ভাসিস !!