তেহাই - - তিন প্রহর


নবোদয়
............
দিন রাত
প্রাণ পাত
ফল পাও হাতে হাতে।
লোভ পথে
গেলে সাথে
বিদ্যে বুদ্ধি  বরবাদে।


মধ্যাহ্নে
...........
যত মত
তত পথ
জীবন টালমাটাল!
ঝড় শেষে
প্রাণ হাসে
যদি না হও বেচাল।


অপরাহ্ণে
.............
বুঝে হাল
দাও চাল
বাহবা পাও সংসারে!!
মাথা যদি
ভরা নদী
হিসেব যে ঠারে ঠোরে!