আজকে কেন, মন দেওয়ালে,
শিউলি বোঁটার হলুদ ছোপ?
কাশ দোলেনি, নদীর তীরে
শরৎ এখন অনেক দূর!


কুমীর ডাঙায়, জল-কুমারীর
সদ্য ভেজা বৃষ্টি ঠোঁট!
আড়াল চোখে উদাস সুরে,
হলুদ পাখির মন খারাপ!
কোমল বুকে রেনু ছোঁয়ায়,
বাদল দিনের কদম ফুল...


বহুতলের করিডোরে
অনুভবের তেপান্তর।
রাজপুত্তুর টগবগিয়ে ঘোড়ায় চড়ে,
কখন যেন পগারপার...
মন কেমনের অতীত ডাকে,
বারান্দাতে বৃষ্টি ছুঁই!
আঁচল ভরি জুঁই সুবাসে,যত্নে রাখি
নদীর ঘর...


দুপুর ঘুমে আদর গালে,
বুক গভীরে সে রাজপথ...
ফেরার কথা ভুল হয়ে যায়,
যখন মনে তেপান্তর!!