কাঠঠোকরা
স্থির হয়ে বসতে জানে না।
ঠক্ ঠক্ ঠক্
হরদম ,ঠোঁট তো থামে না।
গাছের গুঁড়ি,
কাঁচের পাল্লা, যেটাই পায়,
ফোকর হোক
বা না হোক, ঠুকরেই যায়!


গলার জোরে
বক্তিমেতে করে সরগরম!
ঠোক্কর দেয়া
স্বভাব, নয় তো খুব নরম!
রং বেরং এর
সাজে, ওড়ে আসেপাশে!
ছিদ্র খুঁজে
ফাঁসিয়ে, টংএ চড়ে বসে!