তিন কথা


১)কায়া কথা


দগ্ধ যেমন জীবন-- দ্বিপ্রহরে !
মনের দহন থাকে অন্ধকারে!


২)হায়া কথা


জোটের নটে,  ছাগলে মুড়ায়।
কেউ নেয় না যে ভোটের দায়!


৩)মায়া কথা


বোঝার ওপর শাকের আঁটি।
কোনটা নকল, কোনটা খাঁটি!