কাম্য নয়,
তবুও যুদ্ধ হয়।
উত্তেজনা একটু করে বাড়ে।
ক্রমে যুদ্ধ বাঁধে।
কখন যেন বিভেদ প্রাচীর
আনে মনে সংশয়!
লোক দেখানো শান্তি চুক্তিও
টুকরো টুকরো হয়।
আবারো ধীরে ধীরে নামে
কালো বিপর্যয়!
কত শৈশব স্বপ্ন দেখে হায়!
জড়িয়ে তবু ভয়,
কখন যুদ্ধ হয়!