অলস শব্দ লিখেছিলাম,
নিঃশব্দ বালুকাবেলায়...
তখনও ঠিক করে শব্দ আঁকতে শিখিনি।
অভ্যস্ত ঝড়ে, সাগর কিনারে,
কথারা টুকরো টুকরো মুক্তো!
তারা মুক্তো মালা হয়ে ওঠেনি কোনোদিন।


সাগর তটে সূর্যোদয়ের অপেক্ষায়
থেকেছি কতদিন!
দিগন্ত মেঘে ঢেকে গেছে,
আমার জন্য বরাবরের মত!
নীরব সূর্যোদয় দেখেছিলাম
তোমার চোখের তারায়...


কেন লিখেছিলাম শব্দগুলো?
এখন ঠিক মনে করতে পারি না।
শুধু বুঝি শব্দহীন শব্দ পৌঁছায়নি কোথাও।
কখন যেন নিঃশব্দে হেঁটেছিলাম
তোমার বুকের রাজপথে...


পলাশ, তুমি কি এখনো অপেক্ষা করে আছো?
বোঝোনি...
বসন্ত চলে গেছে অনেক দিন হলো!
হয়তবা কোনো শব্দহীন পদক্ষেপে...