ইচ্ছে করছিল না
বকুল ঝরানো পথে হেঁটে যেতে...
একটাই তো পথ, তাই উপায় ছিল না।
ব্যথা গায়ে মেখে আদর দিলো বকুল!


একরাশ সুবাস বুকে নিয়ে,
থমকে দাঁড়ালাম কিছুক্ষণ।
হালকা হাওয়ায় ঝরে পড়া বকুলে
ভিজলাম আমি!
অপূর্ব এক শিহরণ!!


চোখ বন্ধ করে পৌঁছে গেলাম,
তোমার মনের অন্দরমহলে,
এক মুঠো বকুল-গন্ধ নিয়ে।


মালা দিতে পারিনি।
ঝরা বকুল ফিরিয়ে দিও না যেন।