মনের জোরে অহঙ্কারী ছিলাম।
ট্র্যাক যতক্ষণ আছে, দৌড়োবোই।
চুনের দাগও একসময় মুছে যায়...
অব্যবহৃত ট্র্যাকে দুব্বো গজায় ।


সন্ধ্যে হয়ে আসছে ;কম দেখি তাই।
বয়সের দোষ! না কি কমজোরী মনের!
হোঁচট খাবার ভয়ে সাবধানী।
শেষে লাঠি ধরতেই হলো!


স্বপ্নে যেন ষোলো বছরের কিশোরী!
মনে রক্ত ফুটছে, পরাক্রম!
শরীরের গরম রক্ত ক্রমশ ঠাণ্ডা হয়ে আসছে।


সরীসৃপের মতো বুক দিয়ে হেঁটে
ট্র্যাকের অবস্থান খুঁজি!


পিছন থেকে কে যেন বলে...
'দৌড়োও, দৌড়োও'...
লাঠি ফেলে দিয়ে দৌড়ে যাই
সবুজ মাঠের সাথে!