তোমার চোখে আমার ভুবন,
আমার শান্তি, আমার মুক্তি।
হৃদয়ে আমার নীরব কথন,
আমার ব্যপ্তি, আমার শক্তি।


এই যে নীরব পরশ তোমার,
যেমন মুক্তো লুকায় শুক্তি।
হাতটি যখন ধরলে সাথীর,
সে-ই তো ব্যথার পরম স্বস্তি।