তখন আমি বড়োই ছোট,
দেখতে গেছি গ্রামের ছবি।
পুকুর ছেয়ে কচুরিপানা,
মধ্যে মধ্যে বেগনে ফুল।
চোখ টেনেছে রঙ বাহার,
এক্ষুনি চাই, এমনি জেদ।


গ্রামের ছেলে নবকুমার
হেসেই খুন! ওটাই চাই?
ওটা আবার ফুল নাকি রে!
আমি বলি, ফুল তো ফুলই।


পুকুর জলে ঝাঁপিয়ে পড়ে
আনলো ফুল ভিজিয়ে জামা।
অবাক চোখে দেখলো ছেলে
আমার চোখে ঝলক খুশি ।


ফুলের গোছা হাতে নিয়েই
ছুট্ দুজনে গ্রামের পথে...