থেমে গেছে ঝড়ের দাপট।
রাত হয়েছে গাঢ়।
তবু ছটফটিয়ে ছুটে এল মনটা
দিনের স্মৃতির জানলায়।
মেঘে ঢাকা ধ্রুব তারার মত,
তোমার চোখও কি ঢেকেছো
আভিমানে?
না হলে, কেন ভেঙে দিলে
দুরন্ত মনগুলো
দুরন্ত ঝড়ের আবেগে!
যে প্রতীক্ষিত মন ছুটে গেল আজ
অমৃত সদনে, রবীন্দ্র সন্ধানে,
সে বড় হতাশ হল।
বিস্তর ফারাক শিল্পী আর
শিল্পান্বেষীতে।
নাকি স্বপ্নে আর বাস্তবে!
মুখরিত ছিল আকাশ বাতাস
তোমার বন্দনায়।
শ্রোতা ও অশ্রোতার
ভীড়ও ছিল না কম।
তবু কোথায় যেন একটা
ছন্দপতন।
অত ভীড়ে তোমাকে চিনে নিতে
কষ্ট হচ্ছিল আমার।
তবে কি হারিয়ে গেলে নীরবে?
অমৃতের সন্ধানে ছুটে গিয়ে
উপেক্ষিত মন
আবারও খুঁজলো তোমাকে_
ঝড় শেষের শ্রান্ত নিশীথে, নিভৃতে।
তুমি আছ তো?


***রচনাকাল__২৫শে বৈশাখ, ১৩৯১।
              ইং__09.08.1983.