প্রথম এসেছিলে যেদিন নিভৃত নিশিথে
বসন্ত ছিল না কাছে শিমুল পলাশ রাগে
সুখ সাথে দূর্বা কোলে শিশির টলটল
একা চাঁদ যামিনী যাপনে সম্বিতহারা
নিশিথের নীপবিথী ছায়াঘন একাকী!


বাতাসে বকুল গন্ধ হারালো কোথায়
চায় না আঁচল আড়াল শিথিল কবরী
চন্দ্র কিরণ লাজে মুখ! ত্রস্ত আগন্তুক
দল মেলে হাসে রাতের শরৎ-শেফালী
বন্ধনে আবদ্ধ হোক অসমাপ্ত বাসর।


পরম প্রশান্তি ছিল আবেশিত চোখে
ছই বুকে দোলে পানসি ;স্বপ্ন আপন
ঢেউ ভাঙে তীরে, সোঁদা গন্ধে ছলাৎ
সিঞ্চিত কপোল থরথর ;লজ্জা সুন্দর
মন চায় দীর্ঘ হোক চন্দ্রালোক সুখ!


ফিরে চলে গেলে, রেখে শ্রাবণে আমায়
বিহান কালের আকাশ রাঙায় নবারুন
শিশির শুকায় তাপে;কাঁদে রিক্ত দূর্বাদল
কোথা হতে জড়ো হয় ক্লান্ত অভিমান
সযত্নে সাজিয়ে বুকে তোমার বৈভব!