শুধু মনে মনে __
কত না কুসুম করেছি চয়ন
সাজাতে তোমায় বিহানে।
কাননে কাননে বুকে কাঁটা নিয়ে
গোলাপ কেঁদেছে কত!!
পায়নি তোমার
রিক্ত হাতের ছোঁয়া...


সুন্দর বুঝি সুন্দর খোঁজে আজও!


যে চিঠি লিখেছি
কোন্ সে আদিকাল হ'তে __
সে চিঠি আজও আকাশে,
মেঘের ভেলায় ভাসে ।
তোমার ঠিকানা জানে না মেঘ ;
জানে না প্রেমের ব্যথা।
শুধু উড়ে উড়ে বেড়ায় খুঁজে
আলসেমি গায়ে মেখে ।


কত কাল যেন পড়েনি মনে,
চেনোনি তোমার প্রিয়াকে...
এখনো ছবি আঁকনি তার
তোমার উদাসী চোখে!
সুন্দর তাই আজও অধরা
আমার শূন্য বুকে!!!


প্রেমের কুসুম শুকায় বিরহে,
হয় না মালা গাঁথা।
বিরহ কাব্য লেখা হয় তাই
অনন্ত কাল ধরে!!!
জানি জানবে না তুমি,
কত প্রেম বয়ে যায় যে নীরবে,
কত না বিরহ নদীতে...


ওগো সুন্দর,
পাইনি হদিস, তোমার মনের
অনাদি কাল হ'তে!