একবুক মেঘ নিয়ে আজ
থমকে আছে আকাশ।
মাসটা শ্রাবণ...
তবু অঝোর ধারা হারিয়ে
নিঃশব্দ রিমঝিম!


ইলেকট্রিকের তারে ভিজছে কাকটা।
ল্যাম্পপোস্টের মাথায়,
ওর পুরোনো বাসার দিকে তাকিয়ে উদাসী...
ভাঙা বাসায় ওর অতীত!


একটু দূরে গাছের আড়ালে,
কোকিলটা ডেকে উঠলো ;
অথবা ডুকরে কেঁদে...
ও কি চিনতে পারলো,
ওর পালিকা মাকে?


কাকটা ভিজছে এক নাগাড়ে।
ভাঙা বাসায় ভিজছে ওর অতীত!


বারিধারায় বুঝি, মুছে গেল  যত ভুল!!