আসে,
বাতাসে,
বৈশাখের
খর আবেগ।
থেমে যায় বায়!
শংকা জাগে বুকে,
ছিঁড়ে খুঁড়ে তছনছ,
করবে নটরাজ-ঝড়!!
ভয়ে থেমে গেল সব রব!
প্রাণীকূল ফেরে যে যার ঘর।
জায়গা করে দেয় তার নৃত্যের।
সে আসে, রেখে যায় ধ্বংসের দাগ!
তবু যে নববর্ষে আজও  চিরন্তনী রাগ!