হাজার প্রশ্ন নিয়ে
দিশেহারা আজও তুমি
নীল ধ্রুবতারা...
ভাবছো ___
কত  আর ঠায় বসে থাকা
উত্তর আগলে!
তোমার তীক্ষ্ণ নজরে ___
দুধসাদা পথে বিছানো সেই
কত ভাঙা, কত গড়া!
যত যন্ত্রণার কারুকাজ...
আনন্দের ঝর্ণাধারা...


পথ খুঁজে খুঁজে
ক্লান্ত হয়োনা যেন রাতভর!
নীলে হয়ো না বিলীন!
শেষ সীমান্তে একা বসে
তুমিই যে সাক্ষী
বহমান আকাশ গঙ্গার
বিরাট কর্ম যজ্ঞের...
জীবন আলেখ্যের
দিক্ নির্দেশকও তুমিই...
তুমি আজও যে এক এবং
অদ্বিতীয়  ধ্রুব "সত্য" !