বাউলের ঐ আলখাল্লার
রঙিন তালির খাঁজে খাঁজে
প্রেমের রসের ধারা __
মন যে সেথা সেঁদিয়ে মজে!
উদাস বাউল  ঘুরে বেড়ায়
কী যেন এক ভাবের ঘোরে!


ধূলো মাখা প্রাণের মেলায়
ক্ষ্যাপারা যে আগল ছাড়া!
কখন যে এক প্রেমের নদী
ছলছলায় নয়ন জুড়ে...
লাউ যন্তর সঙ্গী করে,
বাউল তখন দিশে হারায়
গভীর নেশেল গানে!


ভাবের হাটে প্রেমের বাটে
ক্ষ্যাপা ক্ষ্যেপীর একতারা
বং বং বং বোল তোলে!
হাজার তালির আলখাল্লা
বাউল মন আগলে রাখে
প্রেমের রূপের তলে তলে!