ভাদ্র মাসের আকাশ__
আধখানা রোদ, আধা মেঘ!
চালকুমড়ো
আর নারকেলের সমঝোতা!
টকের ডালে__
চালতার বিপ্লব... জিভ টাটায়!


উঠোন বাগানে
সোমত্ত লাউডগায় যৌবন যেন
হিসহিসিয়ে ওঠে...
শক্ত সমর্থ খুঁটি খোঁজে।


রাত বাড়লে আটপৌরে চাঁদ
শিউলি তলায় লুটোয়!
কুঁড়িরা একটা  করে নিঃশব্দে
পাপড়ি মেলে তখন...
ওরা মাটি ছুঁলেই সুন্দর!!!
শেষ রাত আড়মোড়া ভাঙে...


প্রেম বনবাসে গেল তখন!!