ও পুসি, তুই  করিস কি ?
চুপটি করে ঘাড় উঁচিয়ে
ড্যাবডেবিয়ে দেখিসটা কি?


ও মা! ডুমুর গাছের ডালে
টুনটুনি-মা ছানা নিয়ে!!
জানি না, আছে কি ওর কপালে!


ওরে ও টুনটুনি-মা লো,
সামলা রে তোর পো;
পুসির নজর নয়তো মোটে ভালো!


ঐ দ্যাখ না রে পুসি,
মাটি ফুঁড়ে একটা ইঁদুর...
ধর্ ধর্ ধর্, এবার হ'লি তো খুশি!


ইঁদুর ছোটে, পিছে বিড়ালটা।
টুনটুনি-মা ছাড়ে হাঁফ!
যাক্, মা-পো এর বাঁচলো পরাণটা।