রক্ত কুসুম বুকে
সাগর যখন আত্মহারা,
সেদিন আমার প্রথম
সমুদ্র ভালবাসা!


অন্ধকার নির্জন রাতে
উত্তাল হয়েছিল
আমার ভালবাসা!
বুক নিংড়ানো
অনেক বালু্ আছড়ে
ফেলেছিল তীরে __
সঙ্গে ভাঙা ঝিনুকও।


ভোরের বালুকাতটে
সারা শরীরে সূর্য
মেখে ভালবাসায়
স্নান করলাম।।
ঝিনুক কুড়োতে এসে
তখনই
মুখোমুখি হই উঠতি
সূর্যের...


রক্তিম বিস্তৃত তটে,
বাকরুদ্ধ আমি একা!


মুহূর্তে__
ভাঙা ঝিনুক হাতে
মনে হলো __
মিছেই খুঁজি মুক্তো...
সাগর বুকে রক্তকুসুম,
আমার জন্য যে
মুক্তোর চেয়ে দামী!