এ বিশ্বে
প্রেমের জন্য
কত যুদ্ধ, কত লড়াই __
কত না মৃত্যুর সারি __
সৃষ্টিও হয়েছে কত না ছল্!
ভুল হয়ে যায়__
কোনটা প্রকৃত সত্য!এবং
কোনটায় জাহির করি!


আর আমি?
সত্যি  কি ভালবাসি?
না কী অভিনয়!
শুধু যুদ্ধ চাই না একদমই!
কেড়ে নিতে চাই না
অন্যের কোনো অধিকার!


ঝড়ের রাতে জানলা খুলে,
ভালবাসাকে খুঁজেছি।
একটু ভিজব বলে চেয়েছি
ছাতা বিহীন
বৃষ্টিপথের দীর্ঘতা।
অনুভব করতে চেয়েছি,
উষ্ণ দুপুরে একাকীত্বের সুখ ।


কখনো পূর্ণিমা রাতে
চাঁদের উল্টোপিঠে খুঁজেছি
নিঃস্ব হওয়ার কান্না!
এতো সব কিছুর জন্য
শুল্ক দিতেও বুঝি রাজি __
মৃত্যু নয় __
যার অপর নাম
ভালবাসার বাজি!!!