স্বপ্ন সাজিয়ে,
কেন হারিয়ে গেলে?
একা একা কত আগলাই
মেহগিনির পালঙ্ক,
নিশ্চুপ আরাম কেদারা;
দক্ষিণের ঝুল বারান্দা আর
ভাঙা সংলাপ...


লন্ঠনের আলোয় দেখা
তোমার চোখের সেই ভাষা
আজও কেন বুকে বাজে!
বলে, "ভালবাসি '।
সাক্ষী কড়ি বরগা
মনে করায় সেই  রাত...


চারিদিকে আজ নীরবতা!
সেদিনের নীরব চোখ
আজও কেন বলে,
' ভালোবাসি তোমায়'...


একা একা স্বপ্নগুলো
কত আগলাই!