যেদিন
তোমার চোখে
চোখ রেখেছি আমার,
চিনেছি নিজেকে!
সেই দিন
চোখের অঝোর ধারায়
ডুবেছি....
ডুবিয়ে রেখেছি
আমার পৃথিবীকে
মহাকাশের গর্ভে.....


কেন যে
ডুবুরির মতো
অতলের স্পর্শ নিয়ে
মুক্তো খুঁজেছি ;
দেখতে চেয়েছি
স্বচ্ছ জলে
পদ্মকুঁড়ির ফুটে ওঠা,
তোমার চোখে!


এখন
আর পদ্ম তুলতে
যাইনা সরোবরে।
ভয় পাই!
যদি কেঁপে ওঠে জল!
জল-দর্পণে
ফুটে ওঠে আমারই
ভাঙাচোরা মুখের ছবি!
সে যে বড় ভয়ঙ্কর!


আজ
স্মৃতি বুকে নিয়ে
মৃণালচ্যুত করিনা
পদ্মকলিকে ;
খুঁজতে যাই না
আমার ভাঙা আরশি !
খুঁজতে চাই না
আর, অন্য আমাকে!!