আমি যখন দিশেহারা নিজেতেই ....
তখন বৃষ্টি এসেছিল, ঝড়কে সাথে নিয়ে।


বৃষ্টি বলল, সব ভুলিয়ে দেব, তুমি আবার পবিত্র সুন্দর হয়ে উঠবে।
ঝড় বলল, তা কি করে হয়!
আমি আগে তছনছ করে দেব
সবকিছু।
ঝোড়ো হাওয়ায় আমি ধূলি ধূসরিত হলাম।
অতীত চাপা পড়ে গেল
ধূলোর আস্তরনে!


আমি কি ভুলে গেলাম তোমাকে!!


হঠাৎ বৃষ্টি আসাতে,
তুমি হয়তো এখন কোনও দোকান ঘরের
বন্ধ সাটারের সামনে আশ্রয় নিয়েছো।
তোমার সর্বাঙ্গ ভিজে সপসপে,
বৃষ্টির দাপটে।
তুমি কাঁপছো।


অনেক ভীড়ে দাঁড়িয়ে, তুমি কি আমাকে ভাবছ?
রাত বাড়ছে...


আমি এখন বৃষ্টিতে মশগুল।
স্নিগ্ধ হচ্ছি কোমল পরশে!
ভিজছি, ধূলো অতীত মুছে দিতে!!


কখন যেন তুমি একটা ভিজে কবিতা।
আমি যে তোমার অপেক্ষায়...