(১)
বুদ্ধু খেলা


আসন যুদ্ধে বন্দুক!
বিদেশে ভরে সিন্দুক!
হাত-পা বাঁধা নিন্দুক,
হারায় নিজ কন্দুক!


(২)
প্রাণে মন


মন, এক যাযাবর!
   নেই তার কোনো ঘর।
প্রাণ পায়,কাছে যার,
     সে-ই তার আপনার।