৷৷  অচেনা বসন্ত ৷৷


চিনি কেমনে নতুনে?
হয়নি কভু এমন অতীতে
শীত বর্ষায় লুকোচুরি
প্রকৃতি চলে কোন গতিতে?


গাছ ভাবে বসন্ত কোথা!
এ যে ভরা শাওন
আকাশ মেঘে ঢাকা
বাদলে কাঁদে মন।


মৌপোকা বলে একি!
মধু কই ফুলে?
সবইতো গেল ধুয়ে
যাব কোন কুলে?


ফুল বলে লাজে মরি!
এলো না প্রজাপতি
মৌমাছি কালো মুখে
প্রকৃতির এ কোন মতি?


চঞ্চল প্রেয়সীর মন
হবেনা দেখা কুঞ্জবনে!
ছিল কথা দুজনে
মেঘ যে ডাকিছে গগণে!


শ্রীহীন এই ঋতু!
চাইনিতো কভু মোরা
বসন্তের নাম ছিল যে
জগৎ জোড়া।


আর কি কভু পাব
বসন্তের সেই রূপ?
মনে মনে ভাবি আর
স্মৃতির বসন্তে দেই ডুব।


৬ মার্চ,২০১৯
সকালে।