৷৷ আগুন রাক্ষসী।।


'আগুন' রাক্ষসী, তোকে করি ঘৃনা,
মন থেকে বলি তুই নিভে যা
চিরদিনের জন্য নিভে যা।


যেদিন  প্রথম এলি পাথরে ঘষে,
সবাই বলে সভ্যতা এলো
এলি ছদ্মবেশ নিয়ে সর্বনাশী।


ধ্বংস, ছারখার, মহাশ্মশান
ওগুলো তোরই বিশেষন
তুই সর্বগ্রাসী।


তোর কাছে আবেগ
ভালবাসা অনুভুতি
কিচ্ছু নেই।


বিশ্রি ভঙ্গিতে উন্মত্ত নৃত্য
আর দাঁত বের করে
হি হি করে হাসা তোরই সাজে।


তুই নির্লজ্জ বেহায়া দুর্মুখ
তুই নিষ্ঠুর নৃশংস বেয়াদব
তুই যম সন্ত্রাসী খুনি।


তুই বুকের শিশু কারিস
মুছিস সিঁথির সিঁদুর
কারিস বাপের ভালবাসা।


তোর ধনে লোভ,জনে লোভ
স্থাবর অস্থাবর সব চাই তোর
বেশি লোভ তাজা প্রাণে।


তুই মাননা কারো বারণ
পাওনা কিছুতে ভয়
তুই নিজেই ভয়ংকরী।


তোর মরন হোক
এ ভালবাসার পৃথিবীতে
তোকে চাই না রাক্ষসী।


২১ ফেব্রুয়ারি, ২০১৯
সন্ধ্যাবেলা।