৷৷ বিবর্তিত সমাজ  ৷৷  


বিবর্তিত সমাজই এখন এ সমাজের বোঝা
এ সমাজে পিতা মাতার স্থান বৃদ্ধাশ্রমে
লিভটুগেদার এখন ফ্যাশন
ইয়াবারা স্ট্যাটাস বাড়ায়
চৌরাস্তার 'ভাই'এখন রাজনীতিবিদ।


পুলিশ স্টেশন এখন প্যাথলজিক্যাল ক্লিনিক
ভিন্নমতে শ্রীঘর
আস্তিকে নাস্তিকে খুনোখুনি
আস্তিকে আস্তিকে শতগুণ বেশি
বিজ্ঞানমনষ্ক হয়ে বেড়ে ওঠা পাপ।


এফবি,ম্যাসেঞ্জার এখন বন্ধুর বাড়ি
ব্যক্তি বন্দনায় স্বর্গের সিড়ি
ব্যানারে ছবি প্রদর্শনের অশুভ প্রতিযোগিতা
অভিভাবকের জিপিএ ফাইভের নেশা এখন সন্তানে
চাকরিতে কোয়ালিটি থার্মোমিটার টাকা,মামু আর দল।


স্টার জলসা গং চ্যানেল
টেলিভিশনের দর্শক বাড়ায়
মা বোনের ঘুম কাড়ে
সংসারে আগুন লাগায়
রিয়ালিটি এখন ভার্চুয়ালিটিতে।


মাতৃদুগ্ধ স্ট্যাটাস বাড়ায় না
যতটা বাড়ায় নিডো,মাইবয়
গায়ে রোদ মাখে না,মাখে সানস্কিন
মাছ ভাতের রুচি গ্রিল বার্গার পিৎজায়
নিজ ভাষা ব্যাকডেটেড।


বইয়ে মজা নেই সব মজা ইউটিউবে
শিক্ষক হবার স্বপ্ন কেউ দেখেনা
হতে চায় ডাক্তার ম্যাজিস্ট্রেট রাজনীতিবিদ
নিজে নিজকে নিয়ে ব্যস্ত
এখন পর আপন,ঘর পর।


কিন্ডারগার্টেন আর কোচিং সেন্টার গুরুগৃহ
ফুলের সুগন্ধি হার মানে এয়ার ফ্রেশনার কাছে
নৌযান নৌপথ এখন শ্লো
দক্ষিণা হাওয়া ভাল্লাগেনা এয়ারকন্ডিশনে
বুড়োরা বোঝা  মান্ধাতা আর সনাতনী মানসিকতার।


প্রাগৈতিহাসিক কাল থেকে
যে সমাজ আমাদের সুখ শান্তি দিয়েছে
বন্ধুর মত সুখে দুঃখে,
লালন করেছে  আপন মমতায়
তা আজ অচল,অথচ----!


২১ জানুয়ারি ২০১৯