৷৷ লাল টিপ  ৷৷


এক সহজ সরল চপলা চঞ্চলা মেয়ে সে,
ডাগর ডাগর তার নয়ন,
ফ্যালফ্যাল করে চেয়ে থাকে দিগন্তে,
হয়তবা ঠিকানা খোঁজে, হয়তবা না।


ঘামে নাকের ডগা ভেজা,
এলো চুল বাতাসে দোল খায়,
উড়ে উড়ে কপালের ধার ঘেঁষে
কয়েকটা পালাতে চায়,
পারে না, মায়া ভরা মুখের টানে
আবার ফিরে আসে, নিজ নীড়ে।


আজ তাকে বেশ মানিয়েছে,
কৃষ্ণচূড়ার লাল রং ঢেলে দিয়েছে
ঠোঁট দুটোয়,
তাতে মিষ্টি একটা হাসি মাখা,
মুক্তার মত ঝলমলে সাদা দাঁত যেন
মেঘের পরে মেঘ জমেছে।


একটা রেশমী সুতোয় কাজ করা
সাদা রংয়ের ওড়না  জানান দেয়
তার মনের রঙ।
কানে ঝুমকো দোল খায়,
মন দোলে,এর আগে একটা ছিল
সুঁই সুতো নামের, ওটাও বেশ দেখতে।


আজ তার ফুরফুরে মেজাজ,
অবশ্য তার নাকি এমনই থাকে,
কষ্ট তাকে ছুঁতে পারে না,
হয়তো হতেও পারে!
তবে তার কষ্ট এসে আমার বুকে চাপে,
ব্যথায় নীল হই।


ও ঠিক টের পায়,
তারপর একটু পাশে এসে দাঁড়ায়,
দুটো কথা কয়,একটু মুচকি হাসে,
ব্যস,সব কষ্ট বাতাসে মিলিয়ে যায়।


চন্দন রঙে মাখা তার মুখখানা
যেন মায়াময় এক স্বপ্নপুরী,
ওতে কেমন জানি মাদকতা আছে,
চুম্বক চৌম্বক খেলার মত,
উত্তরে দক্ষিণে  টানাটানি,
কাছে ডাকাডাকি, বুকে জড়িয়ে নেয়া।


সে যখন কোথায়ও থাকে,
তার রূপে বাকী  সব রং ধুসর লাগে,
শুধু সে-ই জ্বলজ্বল করে নক্ষত্র হয়ে।


তার ভ্রু বেয়ে বেয়ে
দিগন্তের এদিক থেকে ওদিকে যেতে যেতে
কত রঙিন স্বপ্ন মনে আসে,
চোখ দুটো যেন আমার ভরসার  জায়গা,
আমার ভালবাসাকে ছুঁয়ে দেখে,
স্বাদ নেয় ঐ চোখেই।


ও চোখ আমায় বোঝে,
আমিও বুঝি, তবু চুপ করে থাকি,
মনে মনে ভাবি দু'য়ে দু'য়ে কত খেলা
চুপিচুপি,লুকোচুরি,বলা না বলা।


তার মিশ কালো চুলে
সুন্দর একটা সিঁথি আঁকা,এককোনে,
যেন মনে হয় কালো মেঘে বিদ্যুতের চমক,
চোখ ঝলসে যায়, আবার মনে হয়,
পায়ে চলা মেঠো পথ গেছে বহু দূর।


সুন্দর মুখে তার লম্বা সরু নাকটা
পাহাড়ের মত উঁচু হয়ে আকাশ ছুঁতে চায়,
তার ধার ঘেসে জুম চাষীরা মুক্তা ফলায়,
কাঁচা সোনা রোদ তাতে ঝিকিমিকি খেলে।


ওকে আজ মায়াবী মায়াবী লাগে,
প্রাণবন্ত লাগে,
তবুও যেন মনে হয় কি একটা নেই,
কি একটা হলে ষোলকলায় পূর্ণ হত।


ঠিক ধরেছি,
শুধু একটা টিপের অভাব,
কপালে চাই একটা লাল টিপ,
ভোরের আকাশে লাল টকটকে সূর্যের মত
একটা লাল টিপ।


আর সব রং আজ ওর বেমানান লাগবে,
শুধু একটা লাল টিপ,
ওর কপালে মা-ঠাকুমারা লাল ঠোঁটে
যেখানে মিষ্টি চুমু খেত,
সেখানে আজ একটা লাল টিপ চাই,
তবেইতো হয়ে উঠবে পরিপূর্ণা,
আমার মানস কন্যা, আমার ভালবাসা।


৬ ফেব্রুয়ারি, ২০১৯
দুপুরে।